
পঙ্কজ সরকার নয়ন, স্টাফ রিপোর্টার: ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সমাজে যখনই ইসলামী শাসনব্যবস্থা ও অনুশাসন কায়েম হয়েছে, তখনই মানুষের অধিকার সুনিশ্চিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলন-২০২৫ এই কথা বলেন গাজীপুর মহানগর নায়েবে আমীর এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে আলেম-ওলামাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আলেম সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। মো. খায়রুল হাসান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের অপরিহার্যতা তুলে ধরে বলেন “ইসলাম নিছক কোনো পূজা-পার্বণের সমষ্টি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। বর্তমান সময়ে যে সামাজিক অবক্ষয় ও অস্থিরতা চলছে, তা থেকে মুক্তির একমাত্র পথ আল্লাহর রাসুল (সা.) এর দেখানো পথ।
এ সময় তিনি জোরালো কণ্ঠে বলেন, “ইসলাম বিজয়ী হলে মানবতা প্রতিষ্ঠিত হবে। ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং বিশ্বমানবতার মুক্তির সনদ। রাষ্ট্র ও সমাজে ইনসাফ কায়েম করতে হলে ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে সবাইকে সমবেত হতে হবে। একমাত্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।” কালীগঞ্জ উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা যাকারিয়া হোসাইন বিন কবিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা যাইনুল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আলেমরা হলেন নবীদের উত্তরসূরি।
জাতির দুঃসময়ে আলেমদেরকেই সঠিক পথের দিশা দিতে হবে। বিভেদ ভুলে সকল ওলামায়ে কেরামকে এক মঞ্চে এসে দ্বীনের খেদমত এবং দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তাই ওলামাদের নেতৃত্বে ঘরে ঘরে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।” মাওলানা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আফতাবউদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও গাজীপুর মহানগর ওলামা বিভাগের সভাপতি ড. মুহাম্মদ ছাইদুল হক, গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক, দূর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা রুহুল আমিন, কামড়া মাশক ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া, কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ফেরদৌস খান সালেহী এবং গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজ জামে মসজিদের খতিব মাওলানা এস এম আব্দুল হান্নান বেলালী।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম কালীগঞ্জের সভাপতি খুরশীদ আলম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রুহুল আমিন গাজীপুরি, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সভাপতি আবু হানিফসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনস্থলে ইসলামী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে কালীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.