
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় শনিবার ভোরে এক অটোরিকশা চালককে ছুড়িকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।পরে স্থানীয়রা ওই অটোরিকশা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। গ্রেফতারকৃত ছিনতাইকারী হলো উপজেলার রাখালিয়া চালা এলাকার নোয়াব আলীর ছেলে সোহাগ (২৫)।
আহত অটোরিকশা চালক হলো বিশ্বাস পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে ফিরোজ আহমেদ (২৮)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শনিবার ভোরে সাড়ে পাঁচটার দিকে বিশ্বাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ফিরোজ অটোরিকশা নিয়ে আনসার একাডেমী তিন নাম্বার গেইটের দিকে যাচ্ছিল। এসময় ৪/৫ জন ছিনতাইকারী অটোরিকশা যুগে ওই চালকের গতিরোধ করে এলোপাথাড়ি ছুড়িকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে।
এসময় ওই চালকের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় একজনকে ছুড়িসহ আটক করলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানায় ছিনতাইকারীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.