
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলার বানা ইউনিয়ন কৃষক দলের সভাপতি(বহিস্কৃত) ও বানা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী বিএনপি নেতা মো: মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে ও সার্বিক সহযোগীয় আজ (৫ ডিসেম্বর) শুক্রবার শুম্মা'র নামাজ শেষে বানা পাচুড়িয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে দোয়া প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বানা পাচুড়িয়া হাফেজিয়া মাদ্রাসা'র শিক্ষক হাফেজ বায়েজিদ আহমেদ এর পরিচালনায় এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, বীরমুক্তিযোদ্ধা ডাঃ মো: আরব আলী, ডাঃ নাজমুল হাসান পলাশ, জহুর মাতুব্বর, ইউনুস মাস্টার, আবুল খায়ের, আজগর হোসেন সহ বানা পাচুড়িয়া হাফেজিয়া মাদ্রাসা'র কোরআনের পাখি খ্যাত উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লী বৃন্দ।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এ বিষয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োযোক বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বলেন, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকায় তাঁর রোগমুক্তি কামনায় বানা ইউনিয়ন এর পক্ষ থেকে দলের একজন কর্মী হিসাবে দেশবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.