
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় শিশু জায়ানের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দূপুরে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হেলেঞ্চা, টিকরপাড়া, সড়ারকান্দী, পাকুড়িয়া, শৈলমারীসহ বুড়াইচ ইউনিয়নের বিভিন্ন গ্রামের সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে যোগ দেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খান ওহিদুজ্জামান এবং সঞ্চালনা করেন ডা. সানোয়ার হোসেন।বক্তব্য রাখেন,জায়ানের মা কামরুন্নাহার সিনথিয়া,বুড়াইচ ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু মিয়া,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,শিক্ষক আলমগীর হোসেন,ইউপি সদস্য আবুল বাশার,সমাজসেবক জিয়াউর রহমান,মারজান মিয়া,অভিনেতা জাহিদুল ইসলাম জাহিদ,সাগর আহমেদ, জুবায়ের হোসেন রাকিব প্রমুখ।
বক্তারা বলেন, নিষ্পাপ একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভ সৃষ্টি করেছে। তারা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, গত ২০ নভেম্বর বৃহস্পতিবার নিখোঁজের কিছুক্ষণের মধ্যেই গ্রামের নিকটবর্তী ঝোপসংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.