
সংবাদের আলো ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তার এই সফর বলে জানিয়েছে বিএনপির উচ্চপদস্থ একাধিক সূত্র। খবর- বিবিসির
সূত্রগুলো জানায়, ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বচক্ষে পর্যালোচনা করবেন জোবাইদা রহমান। এরপর চিকিৎসকদের পরামর্শ ও পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে নিয়ে শুক্রবার লন্ডন যাত্রা করবেন।
এদিকে, কাতার সরকার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত আছে। যদিও দলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.