
মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে এক যুবকের মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ৫৭সেকেন্ডের ভিডিও ও ব্যাক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জেলা ছাত্রদলের সংশ্লিষ্ট মুনতাসীর ফাহিম (নোমান) বলে জানাগেছে। তবে ছবি ভিডিওটি Ai বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে মুনতাসীর। বিষয়টি ঘিরে বুধবার থেকে আলালোচনা-সমালোচনা চলছে নেটিজেনদের মাঝে।
ভিডিওতে দেখাযায়, একটি টিনকাঠের ঘরের ভিতরে মাদক গ্রহণ করছে সে। তবে সেটি কি ধরনের মাদক তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিজেই শেয়ার করে পোস্ট করেছেন মুনতাসীর। তিনি লিখেন, আসসালামু আলাইকুম, আমি ৫ তারিখ পরবর্তী সময়ে দেশ ও জনগনের সার্থে আওমীলীগ বিরোধী বিভিন্ন কাজক্রম পরিচালনা করি। নিজে বাদি হয়ে একটি মামলা ও রুজু করি এই মামলায় অনেক কুখ্যাত আওয়ামী সন্ত্রাসীদের তালিকা ভুক্ত করা হয়।
এর ফলে আওয়ামী সন্ত্রাসীরা আমার এবং আমার পরিবার এর উপর বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করে এবং সাম্প্রতিক সময়ে তারা আমাকে কিছু আসামিদের নাম কাটতে বা সরাতে বলে এবং বিভিন্ন হুমকি দামকি দায় এবং বর্তমান A I মাধ্যমে কিছু উল্টো পালটা ছবি ভিডিও ছাড়ার হুমকি ও দেয়।
আমি তাদের উদেশ্য বলতে চাই এটা আমি হলে আসল আমিটা কই। তিনি আরো লিখেন, এইসব দিয়ে আমাকে দমানো যাবে না, আর এগুলোর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। যারা এগুলো নিয়ে আমার ক্ষতি করার পায়তারা করতেছে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই আইনত ব্যবস্থা নিব।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.