
সংবাদের আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) তার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ৭ থেকে ১৩ ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। সব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী আরও জানান– ৭ ও ৮ ডিসেম্বর ছাত্রদল, ৯ ডিসেম্বর যুবদল, ১০ ডিসেম্বর কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এবং ১১ থেকে ১৩ ডিসেম্বর বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এর আগে, খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়।
এদিকে, বুধবার (৩ ডিসেম্বর) খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিন সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.