
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের ফসলি জমিতে মোশারফ হোসেন নামের এক ঠিকাদার দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন করছিলেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও নুসরাত জাহান ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় ঠিকাদারের তিন সহযোগীকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। ঠিকাদার মোশারফ হোসেন ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করলে মুচলেকা নিয়ে তার তিন সহযোগীকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “কোনো অবস্থাতেই অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না।
এতে একদিকে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতার কারণে ফসলহানি ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই যেখানে অবৈধ পুকুর খনন পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।” অবৈধভাবে কৃষিজমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.