
উজ্জ্বল অধিকারী: লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ওসি পদায়ন করা হলো। তবে তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। পদায়নের মধ্যে রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার ১২ টি থানার কে কোথায় দ্বায়িত্বে আছেন কামারখন্দ থানায় শাহীন আকন্দ, রায়গঞ্জ থানায় মো: গোলাম কিবরিয়া, উল্লাপাড়া মডেল থানায় মোহাম্মদ নূরে আলম, সিরাজগঞ্জ সদর থানায় মো: শহিদুল ইসলাম, চৌহালী থানায় মো: মতিউর রহমান, কাজিপুর থানায় শাহ মো: এনায়েতুর রহমান, সলঙ্গা থানায় ইমাম জাফর, যমুনা সেতু পশ্চিম থানায় আমিরুল ইসলাম, শাহজাদপুর থানায় সাইফুল ইসলাম, বেলকুচি থানায় মো: আবু রায়হান, তাড়াশ থানায় মো: হাবিবুর রহমান, এনায়েতপুর থানায় মো: জাহিদ হোসেন ওসিকে পদায়ন করা হয়েছে।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওসিদের লটাটির মাধ্যমে পদায়নের ঘোষণা দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.