
সংবাদের আলো ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ও পারিবারিক। তার দেশে ফেরা কিংবা না ফেরা নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থানীয় কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দ্যা বাংলাদেশ ডায়ালগ আয়োজিত 'ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ' এক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেকে অতি আগ্রহ প্রকাশ করছে। এটির প্রয়োজন নেই। এ বিষয়ে এরইমধ্যে তিনি একটি বিবৃতি দিয়েছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, খালাদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা দেখলেই বোঝা যায় তিনি দেশ ও গণতন্ত্রের জন্য কি করেছেন। একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বেশি চাওয়ার কিছু থাকে না। বিএনপি মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। আগামীদিনেও তা প্রমাণিত হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.