
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সিরাজগঞ্জ মানবমুক্তি সংস্থার দুর্যোগ হ্রাঁস কল্পে একটি যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈইকা) এর আর্থায়নে এবং অক্সফাম এর সহযোগীতায়, মানব মুক্তি সংস্থা কৃর্তক বাস্তবায়নাধীন এনহ্যান্সিং ডিজাষ্টারস রেজিলিয়েন্স ক্যাপাসিটি অফ দ্যা মুনসুন ফ্লাড এফেক্টেড পপুলেশন অফ সিরাজগঞ্জ ডিসট্রিক্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্দ্যেগে যৌথ পরিকল্পনা সভায় বক্তারা বলেন, যমুনা নদী পরিবেষ্টিত অবস্থানগত কারণে সিরাজগঞ্জ জেলাটি প্রায়ই বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বন্যা, নদীভাঙ্গনের সম্মুখীন হয়ে থাকে।
তাই এ লক্ষকে সামনে রেখে মানব মুক্তি সংস্থা জেলার বেলকুচিতে তিন বছরের বিভন্ন কাজ করে আসছে। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষে জেলা ত্রান ও পূর্নবাসণ কর্মকর্তা আব্দুল বাছেদ , জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা কানিজ, ফায়ার সার্ভিস ডিফেন্স উপ পরিচালক এম এ রহমান, মানব মুক্তি সংস্থা কো অর্ডিনেটর মিজানুর রহমান, সহ বেলকুচি উপজলা বিভিন্ন ইউনিয়নে সুবিধা ভোগীরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.