
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ক্রিকেটসিয়া পৌর কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলাবার (২ ডিসেম্বর) সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, মতিউর রহমান কাজী, ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল, সাধারন সম্পাদক আজিজুল ইসলাম রিজভীসহ ক্রিকেট সংশ্লিষ্ঠরা।
ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে টুর্নামেন্টের মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলা অংশ নেয় ৬নং ওয়ার্ড় ও ৭নং ওয়ার্ড। খেলায় প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে ৬নং ওয়ার্ড। জবাবে ৭নং ওয়ার্ড ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায়।
আয়োজকরা জানান- তরুণদের বিকাশ ও খেলাধুলার ইতিবাচক পরিবেশ সৃষ্টির লক্ষে এই টুর্নামেন্ট।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.