
মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল সোমবার বিকেলে সুতাহাটি বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনির সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রানা সোহেলের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
উপস্থিত আলোচকগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী,তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সিনিয়র নেতাকর্মী সহ ইউনিয়ন ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,বিএনপির অসংখ্য নেতাকর্মী। পরিশেষে মহান রবের দরবারে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.