
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে ভিড় করছেন নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতা-কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে।
নেতা-কর্মীরা বলছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তৃণমূলের অহংকার ও সারা দেশের আপসহীন নেত্রী। গতকালকে তাঁর খারাপ অবস্থা শোনার পরে যখন শুনলাম তিনি আইসিইউতে আছেন, তখন রাতে ঘুমাতে পারিনি। এ জন্য ছুটে চলে আসছি। বড় নেতারা যখন বক্তব্য দেন যে তিনি ভালো আছেন, তখন এই কথা শুনলে ভালো লাগে। কিন্তু গত কয়েক দিন ধরে শুনছি, তাঁর অবস্থা খুবই ক্রিটিক্যাল। এমন কথা যখনই শুনি, খারাপ লাগে, তখন ছুটে আসি। দোয়া করি যেন উনি দেশের ক্রান্তিকালে দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
এদিকে, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। এসময় তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়ে দলের বলেছেন, ‘দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।’
তিনি বলেন, ‘তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। প্রধান উপদেষ্টা, সরকার, হাসপাতাল কতৃপক্ষসহ সবাই যথাসাধ্য সহায়তা দিচ্ছেন।
খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন। আমার দেয়া তথ্য ছাড়া অন্য কারো কথা প্রচার না করার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতা ও দোয়ার কারণে হয়তো এবার আমরা তাকে আমাদের মাঝে ফিরে পাবো। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’
এ সময় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা, জাহিদ বলেন, এ জন্য আমাদের সকল প্রস্তুতি আছে। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই আমরা তাকে বিদেশে নিয়ে যবো।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.