
সংবাদের আলো ডেস্ক: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ভাঙ্গাগামী লেনে একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী ওয়েলকাম পরিবহনের বাসটি জোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রতাপ দাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'আমি অন্য একটি গাড়ি থেকে দেখলাম হঠাৎ করেই প্রচণ্ড শব্দে বাসটি সামনে থাকা ট্রাকের মধ্যে ঢুকে গেল। বাসের সামনের অংশে থাকা যাত্রীদের গুরুতর হতাহতের সম্ভাবনা ছিল বেশি।'
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জহুরুল ইসলাম আরও বলেন, 'সড়ক দূর্ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। একজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়। বাসটি ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছিল।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.