
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দূর্ঘটনায় সোমবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোড়াপাম্প এলাকায় সড়ক পারাপারের সময় শাহ সিমেন্ট এর মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত(৪০) নারী ও উপজেলার সফিপুর এলাকায় দুপুরে ট্রাক্টও চাপায় এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন। এ ওই গাড়ি ও চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীত তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নাওজোর হাইওয়ে পুলিশ।
তাতক্ষনিক ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গ্রেফতারকৃতরা হলো গাড়ির চালক মনোয়ার হোসেন(৪২) ও হেলপার নাওন ইসলাম(২৩)। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় সোমবার সকালে ওই নারী জোড়াপাম্প এলাকায় মহাসড়ক পার হচ্ছিলো এসময় গাজীপুর গামী শাহ সিমেন্টের একটি মিক্সার গাড়ির চাকার সাথে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় জনতা ওই গাড়ির চালক ও হেলপারকে গনপিটুনি দিয়ে পুলিশে দেয়। অপরদিকে একই দিনে উপজেলার সফিপুর টু মাঝুখান আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আবু তাহের (৫০) নামে এক নির্মান শ্রমিক গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর তানহা হাসপতালে নিলে সেখানে অবস্থা গুরতর হলে তাকে কেপিজে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত ওই নির্মান শ্রমিক সফিপুর আন্দারমানিক পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেব চকিদারের ছেলে। সে দুপুরে কাজের বিরতিতে বাসায় খাবার খেতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.