
সংবাদের আলো ডেস্ক: তারেক রহমানের কখন দেশে আসতে হবে আর কখন আসতে হবে না, তা তিনি নিজেই ভালো বুঝবেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্ট ড. আসিফ নজরুল।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থাকেও, সে ক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করা হবে।’
আইন উপদেষ্টা আরও যোগ করেন, উপযুক্ত সময় এলে তারেক রহমান দেশে ফিরবেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত।
তিনি বলেন, ‘তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন, আশা করি উপযুক্ত সময়ে তিনি দেশে আসবেন।’
আসিফ নজরুল আরও বলেন, ‘তারেক রহমান নিজেই একজন বুদ্ধিমান মানুষ। তাই তিনি ভালো বুঝবেন, কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.