
সংবাদের আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি সিসিইউতে চিকিৎসাধীন। এমন পরিস্থিতিতে তার সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (২৯ নভেম্বর) তিনি লেখেন, 'বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন।'
তামিম আরও লেখেন,'এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।'
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে গেল ১০ মে বিএনপির এক জনসভায় যোগ দিয়েছিলেন তামিম ইকবাল। তখন অনেকেরই জল্পনা-কল্পনা ছিল, তিনি বিএনপিতে যোগ দেবেন। তবে, তিনি রাজনীতিতে যোগ দেয়ার ঘোষণা দেননি সেদিন। উল্টো বলেছিলেন, 'আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান।'
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.