
অনুপ সিংহ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় এক শিক্ষকের স্ত্রী সুইটি ইসলাম (২৮) কে তুচ্ছ ঘটনার জের ধরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী সুইটি ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, সুইটি ইসলাম এর স্বামী হুমায়ুন কবির মল্লিকা দীঘির পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক।
প্রতিদিনের মতো তিনি সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। সুযোগ বুঝে একই বাড়ির জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোতালেব সুইটির ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে। এর কিছুক্ষণ পর তিনি এবং তার স্ত্রী মরিয়ম বেগম (৪৮) ও মেয়ে সুমাইয়া আক্তার (২৫) কে নিয়ে এসে সুইটি কে তার ঘরের সামনে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
খবর পেয়ে সুইটির স্বামী সহকারী অধ্যাপক হুমায়ুন কবির বাড়িতে এসে স্ত্রীকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ব্যাপারে জানতে চাইলে ভাইস প্রিন্সিপাল একেএম আব্দুল্লাহ মোতালেব বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সঠিক নয়। এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.