
পুনম শাহরীয়ার ঋতু ,স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে শুধু নারীদের নিয়েই ব্যতিক্রমী বিশাল র্যালী ও আলোচনা সভা করেছেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যার্শী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।
কালিয়াকৈর উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে সকালে উপজেলার কালিয়াকৈর ট্রাক ষ্টেশন এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যার্শী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।
এ দোয়া মাহফিল শেষে মহিলা দলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্পে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যার্শী ও সাবেক মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে শুধু নারীদের নিয়েই ব্যতিক্রমী বিশাল র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায়৩০ হাজার নারী অংশগ্রহণ করেন। র্যালী শেষে উপজেলার লতিফপুর এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন- গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যার্শী এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থার চালু করেছিলেন। এর জন্য শুধু এশিয়া মহাদেশের মধ্যে গণতন্ত্রের মানুষ্য কন্যা হিসেবে নয়, আমাদের গণতন্তের মা হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে রয়েছে। এদেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনুরুদ্ধার করার জন্য তিনি আপনাদের সামনে থেকে সংগ্রাম করেছেন। দেশনেত্রীসহ অনেক মহিলাদেরও গ্রেপ্তার করে জেলখানায় ভরে রেখেছিল। তারপরও আমাদের দেশনেত্রী কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই।
এমপি প্রার্থী আরো বলেন, যখনই আমার দুঃসময় হয়েছে, তখনই আমার মা বোনেরা আমার পাশে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনেও আমার মা বোনেরা আমার পাশে থেকে গাজীপুর-১ আসনে আমাকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.