
পুনম শাহরীয়ার ঋতু ,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা রেললাইন রমেসের টেক এলাকা থেকে বুধবার রাতে কবির হোসেন(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। পরে ওই মাদক কারবারিকে বৃহস্পতিবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারাবারি হলো একই এলাকার মৃত রহিম মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায় দীর্ঘদিন ধরে মুদির দোকানের আড়ালে মাদক বেচাকেনা করে আসছিলো। এর আগেও তাকে একই অপরাধে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে জামিনে এসে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পরে। এদিকে বুধবার রাতের সাড়ে আটটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে মাদকসহ হাতে নাতে গ্রেফতার করেন।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানায় গ্রেফতারকৃত ওই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.