
খালিদ হাসান,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চলনবিল অঞ্চলে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী ২০২৫” উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানস্থলটি রঙিন ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। মঞ্চে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শনীতে গবাদিপশু পালন, হাঁস-মুরগি ও ছাগল পালন, আধুনিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান কার্যক্রম এবং উন্নত জাতের পশু পরিচর্যার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। একই সঙ্গে খামারিদের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং গ্রামীণ জনপদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি প্রয়োগ, সঠিক ব্যবস্থাপনা ও সরকারি সহায়তার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করে জাতীয় উৎপাদন বৃদ্ধি সম্ভব। বক্তারা খামারিদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, নিরাপদ পশুপালন ও স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ বাদল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন। প্রধান অতিথি ইউএনও নুসরাত জাহান তার বক্তব্যে বলেন, “খামারিদের উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের প্রদর্শনী খামারিদের জ্ঞান বৃদ্ধি ও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
” কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, “এ ধরনের প্রদর্শনী খামারিদের জন্য নতুন প্রযুক্তি ও আধুনিক পশুপালন পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা লাভের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।” মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ খাতের একত্রিত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিরা জানান, এ আয়োজনের মাধ্যমে তারা নতুন প্রযুক্তি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছেন, যা তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, অনুষ্ঠানটি প্রাণিসম্পদ খাতে আগ্রহ সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.