
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় খামারিরা নিজেদের পালিত বিভিন্ন পশু ও প্রাণীকে বিভিন্ন সাজ্জসজ্জায় সাজিয়ে নিয়ে এসে উপস্থিত হয় প্রাণীসম্পদ প্রদর্শনীতে।
"দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি" এই স্লোগানে সারা দেশের মতো নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নেত্রকোনা সদর উপজেলার বাস্তবায়নে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এ প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ জেলার বিভিন্ন খামারিরা।
পরে দিনব্যাপি ৩১টি স্টলে বিভিন্ন জাতের গৃহপালিত প্রাণী পদর্শন করেন খামার মালিকরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.