
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় মহিউদ্দন মার্কেটে আগুনে পুড়ে গেছে অন্তত ৪০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসাায়ীরা বলছেন আগুনে পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ২০কোটি টাকার উপরে । আগুন নেভাতে গিয়ে ছানা মিয়া নামের একজন আহত হয়েছেন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহিউদ্দন মার্কেটের মলয় পালের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অনন্ত ৪০ট ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ’ হয়। খবর পেয়ে মদন, আটপাড়া ,কেন্দুয়া ও নেত্রকোনা সদর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও স্থানীয়দের প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন লাগার কারন এখনো নিশ্চিত করা যায়নি। বৈদূতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত করা না গেলেও ব্যাবসায়ীরা জানান তাদের প্রায় ২০কোটির টাকার উপরে মালামাল পুড়ে গেছে।
ব্যবসায়ী রাজীব পাল ও উত্তম রায় বলেন, ‘আগুন কিভাবে লেগেছে তা বলতে পারছি না। আমার সব শেষ হয়ে গেছে। সব মিলে আগুনে কাপড় ব্যবসায়ীদের ১১ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।
অন্যান্য ব্যবসায়ীরা বলছেন, গড়ে যদি প্রতিটি দোকানে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাহলে বাজারের চল্লিশটি দোকানে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন ,আগুনে প্রায় ৪০/৫০টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে সব মিলে তাদের প্রায় ১৮ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস সদন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.