
পঙ্কজ সরকার নয়ন,গাজীপুর প্রতিনিধি: মাদকের ভয়াল থাবায় যুব সমাজ। প্রশাসনের নিয়মিত অভিযানেও থামছে না মাদকের এই আগ্রাসন। ডেকোরেটর ব্যবসার আড়ালে চালাতেন মদের ব্যবসা।
এবার গাজীপুরের কালীগঞ্জে দেশীয় তৈরী চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) আনুমানিক সন্ধ্যায় ০৭.১৫ ঘটিকায় উপজেলার আড়াবান্দাখোলা সাকিনস্থ মনসাতলা মন্দিরের সামনে অভিযান চালিয়ে মাদকসহ হাতে-নাতে তাকে আটক করা হয়। উলেক্ষ্য গ্রেফতারকৃত ব্যক্তি জীবন চন্দ্র দাস (৪২) এলাকায় বিবাহ অথবা বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহ করতেন মদের বড় চালান। তার ক্রেতা নাকি সমাজের প্রভাবশালী সমাজপতিগণ।
কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জীবন চন্দ্র দাস (৪২) আড়াবান্দাখোলা এলাকার বাসিন্দা হরে কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে।
ঘটনার পর এসআই (নিঃ) সেলিম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় কালীগঞ্জ থানায় মামলা করেন (এফআইআর নং-২৩, তারিখ: ২৪ নভেম্বর ২০২৫; জি.আর নং–৩১৬) । মামলাটি একইদিন রাত ২১:০০ ঘটিকায় নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, আসামির কাছ থেকে ১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,০০০ টাকা। ঘটনার তদন্ত করছেন এসআই (নিঃ) মোঃ নাজমুল হক, কালীগঞ্জ থানা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.