
সংবাদের আলো ডেস্ক: গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে 'না' ভোট পড়ার ঝুঁকি থাকবে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, গণভোটের অধ্যাদেশের নীতিমালায় কোনও অস্পষ্টতা থাকা উচিত হবে না।
বিদেশি কোম্পানির কাছে কনটেইনার টার্মিনাল ইজারা দেয়ার ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, গণভোটের চার প্রশ্নের এক উত্তর জটিলতা তৈরি করবে। বরং এক প্রশ্নে গণভোট হওয়া উচিত। যদি গণভোটে 'না' জয়যুক্ত হয়, সংস্কারের পরিণতি তখন কী হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
কনটেইনার টার্মিনাল ইজারা দেয়ার ঘটনায় অন্তবর্তীকালীন সরকারের ভূমিকার সমালোচনা করে সাইফুল হক বলেন, আর আড়াই মাস মেয়াদ থাকা সরকারের বন্দর ইজারা দেয়ার ঘটনায় জনগণ বিস্মিত ও ক্ষুব্ধ। এটা অন্তবর্তীকালীন সরকারের এখতিয়ার বর্হিভূত কাজ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.