
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুলটা হাট আজ চরম অবহেলা ও সংস্কারের অভাবে হারাতে বসেছে তার চিরচেনা পরিচিতি ও গুরুত্ব। দীর্ঘদিন ধরে যথাযথ সংস্কার না হওয়ায় হাটের প্রধান সড়কটি খালাখন্দে পরিণত হয়েছে, যা এখন ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাটের প্রধান সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত যানবাহন ও পথচারীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। বৃষ্টির দিনে রাস্তার বড় বড় গর্তে পানি জমে কাদামাটিতে পরিণত হয়, ফলে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে শুষ্ক মৌসুমে সড়কের বেহাল অবস্থার কারণে ধুলাবালিতে চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
বিশেষ করে সড়কের পাশেই একটি হাফিজিয়া মাদ্রাসা থাকায় কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই হাট থেকে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও সড়ক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
ফলে ক্রেতাদের আগমন কমে যাচ্ছে এবং ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, দ্রুত সড়কটি সংস্কার না করা হলে ঐতিহ্যবাহী এই হাটটি তার অর্থনৈতিক গুরুত্ব হারাবে এবং ভবিষ্যতে একসময় বিলুপ্তির পথে চলে যেতে পারে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে টেকসই ও মানসম্মত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। সচেতন মহল মনে করেন, দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণ করা হলে এই ঐতিহ্যবাহী হাট তার হারানো ঐতিহ্য ও পূর্বের জৌলুস ফিরে পাবে এবং পুনরায় এলাকাবাসীর অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.