
মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর এলাকায় এক চাঞ্চল্যকর নাশকতার ঘটনা ঘটেছে। স্থানীয় ভুক্তভোগী সোহানের খামারের খড়ের পাল্লায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং পাশাপাশি ১০-১৫টি কলাগাছ কেটে নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে সোহান তার খামারে গিয়ে খড়ের পাল্লা পুড়ে ছাই হয়ে যাওয়া এবং একাধিক কলাগাছ পড়ে থাকতে দেখে বিষয়টি বুঝতে পারেন। এতে তার প্রায় কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগী সোহান জানান, “কে বা কারা এ কাজ করেছে তা বুঝতে পারছি না। এ ধরনের নাশকতা আমাকে মানসিকভাবে ভীষণ কষ্ট দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছি।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.