
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া এলাকায় শনিবার গভীর রাতে স্থানীয় একটি বিএনপির নেতার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা সংগটিত হয়েছে। রাত সাড়ে তিনটার দিতে মুখোশধারী প্রায় ১৫ জনের একটি ডাকাত দল স্থানীয় সিরাজুল ইসলাম খোকার বাড়িতে হানা দেয়। এসময় বাড়ির লোকজনের হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালস্কার ও নগদ টাকা লুট করে।
এ ঘটনায় একজন আহত হয়েছে। এঘটনায় একজনকে ছুড়িকাঘাতে আহত করে ডাকাত দলের সদস্যরা। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহকর্তা সিরাজুল ইসলাম খোকাসহ পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। ঘরে থাকা নগদ ৭০-৭৫ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় বাধা দিতে গেলে খোকার ভাতিজা সাদ্দামকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পরে খবর পেয়ে সকালেই কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৃহকর্তা সিরাজুল ইসলাম খোকা বলেন, প্রথমে গেটের শব্দ শুনে বাইরে বের হই। দেখি একজন দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম চোর। পরে তারা বলে ‘আমরা ডাকাত; চুপ থাক।’ এরপর আমাদের সবাইকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। আমার ভাতিজা সাদ্দাম মোবাইলে খবর পেয়ে এগিয়ে আসলে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে গুরতর আহত করে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানায় ভোরে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.