
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় নবম শ্রেনীর নারী শিক্ষার্থী(১৬) কে ধর্ষণের অভিযোগে রবিবার সকালে স্থানীয় মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।পরে দুপুরেই তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। ওই শিক্ষার্থী উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
গ্রেফতারকৃত ওই ইমাম হলো সিরাজগজ্ঞের চৌহালী উপজেলার আগ শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মাষ্টারের ছেলে মাওলানা ইউসুফ আলী সিরাজী(৩৫)। সে কালামপুর এলাকার আলিফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটা মসজিদে ইমামতি করে। তার একটি নিজস্য মাদ্রাসা রয়েছে।
পুলিশ সূত্র জানায় ওই নারী শিক্ষার্থী স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলে নবম শ্রেনীতে পড়াশোনে করেন। তার বাবা মা পোষাক কারখানার শ্রমিক। ওই শিক্ষার্থীর পরিাবর ও ধর্ষনকারী ইমাম একই বাড়িতে ভাড়া থাকার সুবাধে শনিবার সকালে সাড়ে দশটার দিকে ওই শিক্ষার্থীর বাবা মা কর্মস্থলে থাকায় কৌশলে তার নিজ কক্ষে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে ইমাম। এসময় কাউকে কিছু না বলতে হুমকি দেয় ওই শিক্ষার্থীকে। এদিকে এর এক ঘন্টা পর শিক্ষার্থীকে কাদতে দেখে ওই শিক্ষার্থীর বড় বোন কারন জানতে চাইলে ধর্ষণের কথা খুলে বলেন বোনকে।
পরে বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানালে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার সকালে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো: যোবায়ের জানায় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.