
জামালপুর প্রতিনিধি: উঠানে নতুন বৈঠক এই শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা এলাকায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে শাপলা কলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোশারফ হোসেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। গুনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতেই জাতীয় নাগরিক পার্টির সৃষ্টি। আমরা গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কার দাবি জানাই। তিনি আরো বলেন, রাজার ছেলে আর রাজা হবে না, শ্রমিকের ছেলেও এখন প্রধানমন্ত্রী হবে।
আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।নতুন বাংলাদেশে কোনো দূর্নীতি অন্যায়, হবেনা। এনসিপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সমতার ভিত্তিতে সমাজ পরিচালনা করা হবে। আগামী নির্বাচনে তিনি শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
এতে বক্তব্য রাখেন, জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আনোয়ারুর কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, উপজেলা এনসিপি যুগ্ম সমন্নয়ক রাসেল মিয়া, সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, উপজেলা যুব শক্তির নেতা রকিব মিয়া, উপজেলা ছাত্র শক্তির সংগঠক নূর সরকার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.