
সংবাদের আলো ডেস্ক: গাজার সরকারী মিডিয়া অফিস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কমপক্ষে ৪৯৭ বার হামলা চালিয়েছে, যার ফলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর চলমান হামলায় ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে; যেখানে শিশু, নারী ও প্রবীণদের সংখ্যা সবচেয়ে বেশি।
গাজার সরকারী মিডিয়া অফিস শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, 'আমরা ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক ও গুরত্বপূর্ণ লঙ্ঘনের সর্বোচ্চ নিন্দা জানাই।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন।
শনিবার (২২ নভেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী গাজা জুড়ে বিমান হামলা চালায়, যাতে অন্তত ২৪ প্যালেস্টিনিয়ান নিহত হয়, এর মধ্যে শিশু অন্তর্ভুক্ত।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, হামাসের একজন যোদ্ধা ইসরায়েলি দখলকৃত এলাকায় সেনাদের ওপর হামলা চালানোর পর এই হামলা চালানো হয়েছে।
এদিকে, হামাস শনিবার (২২ নভেম্বর) ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং মধ্যস্থতাকারী দেশগুলো—যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার—কে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
হামাসের বক্তব্য, ইসরায়েল ‘কৃত্রিম প্রেক্ষাপট তৈরি করে’ অস্ত্রবিরতি লঙ্ঘন করছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.