
সংবাদের আলো ডেস্ক: ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন।
ভূমিকম্পের এমন আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে।
অনেক শিক্ষার্থী বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়।
এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণার পর বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।
পরপর দুইদিনে ৪ দফা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.