
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: একটি দল ইসলামকে বিক্রি করে দেশ বিক্রির ষড়যন্ত্র করছে। যারা ইসলামের নানা বিদ ফতোয়া দিচ্ছে তারা কেউ আলেম নন। তারা আমাদের মতোই সাধারণ শিক্ষায় শিক্ষিত। কথা গুলো বলেছেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু। তিনি ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে শনিবার (২২ নভেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুরের টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জণসভার প্রধান অতিতির বক্তব্য প্রদান করেন।
তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক খালেক মন্ডলকে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইলের সখিপুর- বাসাইল আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আহমেদ আযম খান কর্তৃক হুমকির তীব্র নিন্দাও জানান। তিনি আরো বলেন, ১৮ তারিখে আমাকে মিথ্য মামলায় ফাঁসি দেয়ার কথা ছিলো, আপনাদের দোয়র বরকতে তারা ৫ তারিখে দেশ ছেড়ে পালায়।
তাই আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার আহবান বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা ব্এিনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, রকিবুল হোসেন তরফদার, জহুরুল ইসলাম জহু, মনিরুজ্জামান মিন্টু প্রমুখ। ক্যাপশন: ভূঞাপুরে জন সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.