
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচনে তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ উবায়েদ উল্লাহ খান।
গত শনিবার (১৫ নভেম্বর) তাকে এ পদে নির্বাচিত করা হয়।সর্বশেষ ২০১৪ সালের পর ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়া এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মোট ৪০ টি পদের বিপরীতে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারাদেশে একযোগে ০৮ টি বিভাগীয় ভোট কেন্দ্রে সকাল ১০ টা হতে বিকাল ৪ ঘটিকা পযন্ত ভোট গ্রহণ চলে।
এ ব্যাপারে মোঃ উবায়েদ উল্লাহ খান বলেন, আমাকে এ পদে নির্বাচিত করায় সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করছি। দুর্যোগ ব্যবস্থাপনায় সকল ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাছাড়া দক্ষতা ও পেশাভিত্তিক ডিডিএম গঠনে কার্যকর ভূমিকা রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সফলতা আসবেই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.