
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় উলামা মাশায়েখদের উদ্যোগে উলামা মাশায়েখ সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার হলরুমে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলামা মাশায়েখ বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি ও জয়েন্তিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রবিউল ইসলাম।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উলামা মাশায়েখ নাটোর জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মীর নুরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার আমির মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন,
নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার।সম্মেলনে বক্তারা ইসলামী শিক্ষার প্রসার, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং আলেম সমাজের ঐক্য ও ভূমিকা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.