
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে কামাল টেক্সটাইল নামের একটি তাঁত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোর রাতে বেলকুচি পৌর এলাকার চালা আদালতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাওয়ারলুম তাঁত সহ তাঁতের কাপড় তৈরির তেনা পুড়ে প্রায় পয়ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
সন্ধ্যায় এ ঘটনা নিশ্চিত করেছেন বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান।
তাঁত কারখানার শ্রমিকেরা জানান, প্রতিদিনের মত আজও আমরা ফজরের নামাজের সময় ফ্যাক্টরিতে তাঁতের কাজ করছিলাম। হঠাৎ করে একটি পাওয়ারলুম তাঁতের মটরের ম্যাগনেট থেকে একটি আগুনের ফুলকি বের হয়। সেই ফুলকি মুহুর্তেই ফ্যাক্টরির চারদিকে ছড়িয়ে গেলে ঘর জুড়ে আগুন ধরে যায়। আমরা সবাই ভয় পেয়ে বের হয়ে আগুন নিভানোর জন্য বালু ও আগুন নেবানোর স্প্রে মেশিন ছারলে আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।
এব্যাপারে ওই টেক্সটাইলের প্রোপাইটার হাজী আব্দুল মজিদ জানান, ভোর রাতে ফ্যাক্টরিতে কাজ করার সময় পাওয়ারলুম মেশিনের মটর থেকে একটি আগুনের ফুলকি বের হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এতে আমার প্রায় পয়ত্রিশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেছি । তিনি আরও জানান, ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.