
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ছেলে কে মাদ্রাসা থেকে আনতে যাওয়ার পথে বেপরোয়া কুত্তাগাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন সম্পা খাতুন (৩৩) নামে এক মা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক আরিফ ও মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী আতাউর রহমান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর সদরের কালিবাড়ি–ভাঙ্গুড়া সড়কের কুমড়া-ডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সম্পা খাতুন পৌর এলাকার মান্দা সাহাপাড়ার লিটনের স্ত্রী। প্রতিদিনের মতোই দুপুরে ছেলেকে আনতে ভ্যানযোগে রওনা হয়েছিলেন তিনি। মাদ্রাসায় ছুটি হওয়ার আগেই সন্তানকে কোলে নিয়ে ঘরে ফেরার তাড়াহুড়া ছিল মনজুড়ে। ঠিক সে সময় কুমড়া-ডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কুত্তাগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সম্পা খাতুন সড়কে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এক শিশুর জন্য যে পথটি ছিল মায়ের কোলে ফেরার অপেক্ষার, সেই পথেই মা নিথর হয়ে পড়ে থাকে—মুহূর্তেই অন্ধকার হয়ে যায় তার ছোট্ট পৃথিবী।
দুর্ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক আরিফ এবং পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলের আরোহী এনজিওকর্মী আতাউর রহমান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আরিফকে পাবনা সদর হাসপাতাল এবং আতাউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘাতক কুত্তাগাড়িটি ও চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.