
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থিত তালিমুল কুরআন নূরানী মডেল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের শিক্ষণ-প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভাদাশ কবরস্থানের দক্ষিণ পাশে মহিলা কলেজ রোডে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
দীর্ঘদিন ধরে এলাকায় নূরানী শিক্ষার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই মাদ্রাসা শিশুদের কুরআন শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম (বি.এ, বি.এস.এস)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, নূরানী পদ্ধতির পাঠ, আরবি শব্দগঠন, হামদ-নাত ও ক্বিরাতসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে। শিশুদের সুশৃঙ্খল, সাবলীল ও আত্মবিশ্বাসী উপস্থাপনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
এ বছর মোট ১০ জন শিক্ষার্থী সফলভাবে কোরআন হাতে নেওয়ার গৌরব অর্জন করে, যা মাদ্রাসার জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মন্তব্য করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম বলেন, “তালিমুল কোরআন নূরানী মডেল মাদ্রাসার মূল লক্ষ্য হলো শিশুদের কুরআন শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিয়ে থাকি।” অভিভাবক মিসেস স্বাধীনা খাতুন বলেন, “আজকের প্রদর্শনী দেখে বুঝলাম আমাদের সন্তানরা কুরআন শিক্ষায় কতটা অগ্রগতি করেছে।
এমন সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আরেক অভিভাবক মোঃ খালিদ হাসান বলেন, “মাদ্রাসার শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং পাঠদানের পদ্ধতি উন্নত। এ ধরনের অনুষ্ঠান আমাদের সন্তানদের প্রতি আস্থা ও উৎসাহ আরও বাড়িয়ে দেয়। স্থানীয় অভিভাবকরা জানান, নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, যা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি এলাকার ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে একটি সফল ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমীন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.