
সংবাদের আলো ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও বিয়ের পরিকল্পনা করছেন। কয়েক দিন আগে সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পাওয়ার পর ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।
তবে কাকে বিয়ে করতে যাচ্ছেন সে বিষয়ে এখনই কিছু বলতে চান না এই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর। হিরো আলম জানান, নতুন বছরের শুরুতেই বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করছি আবার সবকিছু সুন্দরভাবে সাজাতে। সময় হলে বিয়ের দিনক্ষণ, পাত্রী-সব জানানো হবে। আমার পরিবার ইতোমধ্যে পাত্রী দেখে রেখেছে। ব্যস্ততার কারণে এখনো তাকে সরাসরি দেখা হয়নি।'
বর্তমানে ঢাকায় নতুন একটি কাজের শুটিংয়ে ব্যস্ত থাকলেও পরিবারকে প্রাধান্য দিচ্ছেন বলে জানান তিনি। তার ভাষায়, 'জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পরিবারের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
স্ত্রী সম্পর্কে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে হিরো আলম বলেন, 'যে আমাকে বিয়ে করবে তাকে পরিবার ও সন্তানকে সময় দিতে হবে। আমার কাজের ব্যস্ততা অনেক, তাই সংসার সামলাতে দায়িত্বশীল একজন সহধর্মিণী প্রয়োজন। আমি চাই আমার স্ত্রী আমাকে মানসিকভাবে সমর্থন দেবে এবং আমার পরিবারকেও আপন করে নেবে।'
তিনি আরও বলেন, জীবন ও কর্মব্যস্ততার মাঝেও ব্যক্তিজীবনে স্থিরতা ও ভালোবাসার জায়গা তৈরি করতে চান তিনি। 'মানুষ একা থাকতে পারে না। একটি সুন্দর পরিবার, সন্তান-এটাই একজন মানুষের সবচেয়ে বড় সুখ। নতুন বছরটা নতুন আনন্দ নিয়ে আসুক, এই প্রত্যাশায় পরিকল্পনা সাজাচ্ছি,' বলেন হিরো আলম।
রিয়া মনি ছিলেন হিরো আলমের তৃতীয় স্ত্রী। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে রিয়ার সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন, বিশেষ করে তার ‘ব্যক্তিগত ব্যস্ততা’ এবং হিরো আলমের বাবার মৃত্যুশয্যায় পাশে না থাকা, এসব কারণে বিচ্ছেদ ঘটে।
প্রথম স্ত্রী সাদিয়া বেগম সুমিকে বিয়ে করেন ২০১০ সালে। সেই সংসারে আলো, আঁখি নামে দুই মেয়ে এবং আবির নামে এক ছেলে রয়েছে। ২০১৫ সালে কমেডিয়ান হিসেবে ফেসবুকে অভিষেক হয় হিরো আলমের।
২০১৯ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রী সুমিকে মারধরের অভিযোগে গ্রেফতার হন তিনি। সেদিনই শ্বশুর সাইফুল ইসলাম বগুড়া সদর থানায় মামলা করেন। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ওই বছরের ১৯ এপ্রিল জামিনে মুক্তি পান হিরো আলম।
সব মিলিয়ে বিতর্ক, কাজ ও ব্যক্তিজীবনের উত্থান–পতনের মধ্যেই নতুন করে ঘর বাঁধার পথে হাঁটছেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.