
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ,যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশনের জেলা উপ পরিচালক মোস্তাফিজুর রহমান ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ, এস আই এমারত হোসেন, প্রশিক্ষক দেলোয়ার হোসেন, রাশিদুল ইসলাম, মোস্তাক আহমেদ, রাশেদুল ইসলাম প্রমুখ, দিন ব্যাপি আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম ও মাদ্রাসার সুপার,শিক্ষক শিক্ষিকা প্রমুখ।
অনুষ্ঠানে ১ম থেকে ৭ম শ্রেনী পর্যন্ত, কিরাত, কবিতা আবৃত্তি, হামনাত, উপস্হিত বক্তৃতায় ৬০ জন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.