
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার টেবুনিয়া ও বাংলা বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টেবুনিয়া বাজারে ওমর স্টোর–১-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাংলা বাজারের গুড এগ্রো ফুড কেয়ার বিডি-কে একই আইনের ৪৩ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া ‘নিয়ম গ্রুপ’-এর নামে একজন ব্যক্তি একটি বাসা ভাড়া নিয়ে সেখানে ভুয়া ইউনানি মেডিসিন উৎপাদন করছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় বাড়িটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের চৌকস সদস্যদের একটি টিম। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.