
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫০ গ্রাম গাঁজাসহ মাজেদুল ইসলাম (৩০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ৩’শত টাকা উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার গাবগাছি বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাজেদুল ইসলাম গাবগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাজেদুল নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.