
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুর উপজেলা পর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে পানির প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, বাংলাদেশ এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে একশনস টু ক্লাইমেট চেঞ্জ ইনশিওরিং সাসটেইনএবল সলুশ্যন(এক্সেস) প্রজেক্টের মাধ্যমে উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশল জনাব মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্ব ইএসডিও-এক্সেস প্রজেক্ট, উলিপুর উপজেলা কো-অর্ডিনেটর মৃত্যুঞ্জয় রায়েরসঞ্চালনা ,বক্তব্য রাখেন উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ফিরোজ আলম,বুড়াবুড়ি ইউপি সদস্য আব্বাস আলী ,উপজেলা জলবায়ু পরিষদের সদস্য খালেক পারভেজ লালু,।
এছাড়া সভায় সদস্য হিসাবে অংশগ্রহণ করেন উলিপুর উপজেলার ধরণীবাড়ী, ধামশ্রেনী এবং বুড়াবুড়ী ইউনিয়নের ইউপি সদস্য, ওয়ার্ড জলবায়ু যুবফোরাম সদস্য, প্রতিবন্ধি সংস্থার প্রতিনিধি এবং উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সদস্য সুশীল সমাজ প্রতিনিধী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উলিপুরসহ কুড়িগ্রাম জেলার মানুষ প্রায়শই বন্যা, খরা, নদীভাঙনসহ নানা দুর্যোগে পড়েন।
এই পরিস্থিতিতে পানির প্রবেশাধিকার হুমকির মুখে পড়ে। বিশেষত নিরাপদ পানির উৎসগুলো নষ্ট হওয়া, টিউবওয়েলের পানিতে আর্সেনিক বা আয়রনের ঝুঁকি বৃদ্ধি এবং শুকনো মৌসুমে পানির সংকট—এগুলো বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে।কর্মশালায় অংশগ্রহণকারীরা উলিপুর উপজেলায় জলবায়ু সহনশীল পানির উৎস বৃদ্ধি এবং দুর্যোগকালে নিরাপদ পানি নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.