
সংবাদের আলো ডেস্ক: জুলাই অন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।
পোস্টে ইশরাক লিখেন, ‘নিঃসন্দেহে আজকের এই রায় একটি মাইলফলক। তবে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম যেন বিজয় উল্লাসের মধ্যেই থেমে না যায়। গণহত্যার পক্ষে যাদের ভূমিকা আছে, তাদের প্রত্যেকের বিচার অবশ্যই হতে হবে। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের চূড়ান্ত দাফন নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণের লড়াই যেন থেমে না যায়।’
এদিকে সোমবার বিকাল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.