
লালমনিরহাট প্রতিনিধি: দেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোটারি ক্লাবের উদ্যোগে লালমনিরহাটে বিনামূল্যে স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সহযোগী সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পটি লালমনিরহাট জেলা সদর হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়। বিনামূল্যে সেবা নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫২ জন নারী নাম নিবন্ধন করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ১১০ জন নারীর স্ক্রিনিং পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা শেষে প্রাথমিক স্ক্রিনিং-এ কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদেরকে প্রথমে জেলা সদর হাসপাতালে ফলোআপ পরীক্ষা এবং প্রয়োজনে আরও বিস্তারিত তদন্ত ও চিকিৎসার জন্য পরামর্শ দেন। ক্যাম্পের মেডিকেল অফিসার ও নার্সিং টিম এই রোগীদের রেকর্ড সংরক্ষণ এবং ফলোআপ প্রক্রিয়া নিশ্চিত করার দায়িত্ব নেন।
ক্যাম্প চলাকালীন বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার। প্রতি বছর দেশে প্রায় ১২ হাজার নারী এই দুই রোগে মারা যান। তারা জোর দেন যে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সচেতনতা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এই প্রাণঘাতী রোগ প্রতিরোধ ও বহু নারীর জীবন বাঁচানো সম্ভব।
রোটারি ক্লাব কর্তৃপক্ষ জানায়, নারীদের স্বাস্থ্য সুরক্ষার এই মহৎ উদ্যোগটি শুধু লালমনিরহাটেই নয়, দেশের অন্যান্য অঞ্চলেও ধারাবাহিকভাবে চলবে। প্রাথমিক স্বাস্থ্য স্ক্রিনিং এবং সচেতনতা বৃদ্ধিতে তারা বদ্ধপরিকর।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.