
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম জল প্রপাতে গোসলের নেমে নিখোঁজ পর্যটক মোঃ ইকবাল হোসাইন (২৪) এর লাশ উদ্ধারকারী দল উদ্ধার করেছে।
আজ রবিবার ১৬ নভেম্বর বিকাল ৪ টায় ফায়ার সার্ভিসের চট্টগ্রামের আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরী দলের প্রধান রহিদুল ইসলাম জলপ্রপাতের পানির নিচের গভীর গুহার ভিতরে আটকে থাকা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল নাফাখুম পর্যটন কেন্দ্র ভ্রমনে যায়। এসময় তারা খুমে গোসল করতে নামলে মোঃ ইকবাল হোসাইন নিখোঁজ হন। নাফাখুম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় ১৫ নভেম্বর শনিবার সকালে ৫ জন পর্যটক থানচি সদরে পৌঁছলে বিষয়টি থানা ও প্রশাসনকে অবহিত করলে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ে উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরী দলের প্রধান রহিদুল ইসলাম বলেন, জল প্রপাতের গভীরে কুম (গভীর খাদ) রয়েছে, এই কুমের ভিতরে মৃত দেহ পড়ে ছিলো, আমরা তিন জন একে একে অক্সিজেন লাগিয়ে ৮ ঘন্টার মধ্যে মোঃ ইকবাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, পুলিশ মোঃ ইকবাল হোসাইন এর মৃতদেহ নিয়ে আসছে, থানায় পৌছতে রাত হতে পারে। আগামিকাল (সোমবার) সকালে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.