
সংবাদের আলো ডেস্ক: অর্থ উপেদষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রিজার্ভ, রেমিট্যান্স এবং রফতানি বেড়েছে। অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। এর স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মূল্যস্ফীতি ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমেছে। তাই যারা কিছুই হয়নি বলছেন তারা ঠিক বলছেন না। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। এ সময় আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার রিপোর্টারদের অ্যাওয়ার্ড প্রদান করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.