
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উধুনিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল জলিল উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, শনিবার সন্ধ্যায় উধুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.