
মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ী ও তার আত্মীয়দের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় ব্যবসায়ী মোঃ নাদিম খান সাব্বির গুরুতর আহত হয়েছে। তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী মোঃ নাসির খান ওরফে হাবিব (৫৬), পিতা মৃত আঃ হামিদ খান, জানান, তার ছোট ভাই মোঃ নাদিম খান সাব্বির (৪৫) একজন প্রথম শ্রেণীর ঠিকাদার এবং কাঠ ব্যবসায়ী। অভিযোগে বলা হয়েছে, এলাকায় মোঃ আজমল খান (৭০) নেতৃত্বে একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে জমি দখল, হাট-বাজারে চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের ওপর হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৮টার দিকে তেবাড়িয়া বাজারে মোঃ নাদিম খান সাব্বির কাঠ বাগানের টাকা পরিশোধের জন্য উপস্থিত হলে মোঃ আজমল খান ও তার সহযোগীরা লোহার রড, চাইনিজ কোরাল এবং ধারালো কুড়াল দিয়ে হামলা চালায়। হামলায় ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তার প্যান্টের বাম পকেট থেকে ২ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।
হামলার সময় তার চাচাতো ভাই মোঃ মিনহাজ ভূঁইয়া তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তার ওপরও আক্রমণ চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
আহত মোঃ নাদিম খান সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগরপুরে ভর্তি করা হয়েছে। অভিযোগকারী মোঃ নাসির খান জানান, ভাইয়ের চিকিৎসার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি থানার কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল কুদ্দুস বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.